হাটহাজারীবাসী,সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে-কিছু কুচক্রী মহল আমার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণামূলকভাবে চাঁদা দাবি করছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমি এই অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কাজটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা, যার মাধ্যমে আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত, রাজনৈতিক বা সামাজিক সংশ্লিষ্টতা নেই।সুতরাং, কেউ যদি আমার নাম ভাঙিয়ে এ ধরনের গর্হিত কাজে লিপ্ত থাকে বা হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে সরাসরি অবহিত করুন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করুন।আমার একমাত্র ব্যক্তিগত মোবাইল নম্বর: ০১৮১৯-৮৯৩৮৩৫ এই নম্বর ছাড়া আমার অন্য কোনো ফোন নম্বর নেই।