বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন নিজের প্রিয় ক্রিকেটার নিয়ে বলতে গিয়ে মুশফিকুর রহিমের নাম জানান তিনি। এছাড়া সাকিব আল হাসানের দলে ফেরা নিয়েও মন্তব্য করেছেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।পরে মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।’ আশ্চর্যজনক বিষয় হলো, আজ মিরপুরে মির্জা ফখরুলের মতোই খেলা দেখতে এসেছিলেন মুশফিকুর রহিমও। ছেলে সরোজ রহিম মায়ানও ছিলেন তারকা এই ক্রিকেটারের সঙ্গে। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। ২০২২ সালের সেপ্টেম্বরে ১৬ বছরের ক্যারিয়ারকে বিদায় বলেন তিনি। এই ফরম্যাটে লম্বা সময় নেতৃত্বও দিয়েছেন তিনি।বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক অঙ্গনের নেতৃত্ববৃন্দদের আগ্রহের বিষয়টি আগেও নজরে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবারই বাংলাদেশের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছেন। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টাকেও গুরুত্বপূর্ণ অনেক ম্যাচের সময় মাঠে দেখা যায়। সেই ধারাবাহিকতায়ই এবার এলেন মির্জা ফখরুল। ম্যাচ শুরুর আগেই মাঠে এসেছিলেন ফখরুল। পাকিস্তানের ব্যাটিং ইনিংস পুরোটাই মাঠে বসে দেখেছেন তিনি। ইনিংস বিরতির পরপর মাঠ ছেড়েছেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা। আর মাঠ ছাড়ার আগে টিভি সত্ব অধিকারী চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের এখন বহুল আলোচিত বিষয়গুলোর একটি সাকিব আল হাসানের দলে ফেরা প্রসঙ্গ। বিএনপি ক্ষমতায় আসলে তারকা এই ক্রিকেটার দলে ফিরতে পারবে কিনা এমন প্রশ্ন করা হয়েছে আজ ফখরুলকে। জবাবে তিনি বলেন, ‘সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।