বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, শারীরিক কিছু জটিলতার কারণে বেগম খালেদা জিয়াকে রাতেই হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্ধারিত সময় অনুযায়ী চেয়ারপারসনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।