বাংলাদেশ ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের এই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ উপলক্ষ্যে এই বৈঠক হয়।মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। আমরা আলোচনা করেছি। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা কথা বলে এসেছি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, তরান্বিত করা। উনাদের (প্রধান উপদেষ্টা) যে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে, আমরা মনে করি অতিদ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।’তিনি আরও বলেন, ‘এব্যাপারে ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে। সেই ব্যবস্থাটা নেওয়া উচিত৷ দলের তরফ থেকে আমরা সেটা উনাকে বলে এসেছি। এটুকু বলেছেন যে, তিনি (প্রধান উপদেষ্টা) সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় যেটা চাইব, অতি দ্রুত নির্বাচন করে। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেজন্য আমরা সেটাই (প্রধান উপদেষ্টাকে) বলেছি।”ফেব্রয়ারিকে টার্গেটে সরকার এগুচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, ‘আমি তো দেখছি, এগুচ্ছে।’মির্জা ফখরুল বলেন, ‘ক্রাসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন। আমি যাই। তবে আমি মনে করি, এই এ্যানজেইমেন্টটা ঘন ঘন হলে আরও ভালো হতো। তাহলে হয়ত সমস্যাগুলো তৈরি হতো না।’বিমান দুর্ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। তাছাড়া মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখাসহ সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্রদের আন্দোলন আমার কাছে মনে হয়েছে যে, প্রশাসনিক জটিলতা রয়েছে।”তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্ভবত যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে আমাদেরকে এই সভা ডেকেছিলেন। আমরা আমাদের পূর্বের যে কমিটমেন্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা সেটা বলেছি।”বৈঠকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতির মানেই হচ্ছে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা। নিজেরাটাকে স্টাবলিস করার চেষ্টা করা। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে।দলীয় প্রধান সরকার প্রধান হবে কিনা এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সম্পর্কে মহাসচিব বলেন, ‘এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা আমাদের মতামত দিয়েছি, অন্যান্যদলগুলো দিয়েছে। এখন দেখা যাক আলোচনা মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়।’উত্তরায় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও (সরকার) দুর্ঘটনা হিসেবে দেখছে। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের এই বৈঠক হয়। আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ উপলক্ষ্যে এই বৈঠক হয়।মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন। আমরা আলোচনা করেছি। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা কথা বলে এসেছি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, তরান্বিত করা। উনাদের (প্রধান উপদেষ্টা) যে প্রতিশ্রুত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে, আমরা মনে করি অতিদ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।’তিনি আরও বলেন, ‘এব্যাপারে ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে। সেই ব্যবস্থাটা নেওয়া উচিত৷ দলের তরফ থেকে আমরা সেটা উনাকে বলে এসেছি। এটুকু বলেছেন যে, তিনি (প্রধান উপদেষ্টা) সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় যেটা চাইব, অতি দ্রুত নির্বাচন করে। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেজন্য আমরা সেটাই (প্রধান উপদেষ্টাকে) বলেছি।”ফেব্রয়ারিকে টার্গেটে সরকার এগুচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্টভাবে বলেন, ‘আমি তো দেখছি, এগুচ্ছে।’মির্জা ফখরুল বলেন, ‘ক্রাসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন। আমি যাই। তবে আমি মনে করি, এই এ্যানজেইমেন্টটা ঘন ঘন হলে আরও ভালো হতো। তাহলে হয়ত সমস্যাগুলো তৈরি হতো না।’বিমান দুর্ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। তাছাড়া মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখাসহ সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্রদের আন্দোলন আমার কাছে মনে হয়েছে যে, প্রশাসনিক জটিলতা রয়েছে।”তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্ভবত যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে আমাদেরকে এই সভা ডেকেছিলেন। আমরা আমাদের পূর্বের যে কমিটমেন্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা সেটা বলেছি।”বৈঠকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ জন নেতা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারও উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতির মানেই হচ্ছে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা। নিজেরাটাকে স্টাবলিস করার চেষ্টা করা। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে।দলীয় প্রধান সরকার প্রধান হবে কিনা এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সম্পর্কে মহাসচিব বলেন, ‘এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা আমাদের মতামত দিয়েছি, অন্যান্যদলগুলো দিয়েছে। এখন দেখা যাক আলোচনা মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়।’উত্তরায় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও (সরকার) দুর্ঘটনা হিসেবে দেখছে। এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না।’