বাংলাদেশ ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছাত্রদলকর্মী হত্যা, ভাইজান বাহিনীর প্রধান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন।এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকালে তাকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন সেঞ্চুরি ওয়েডিং ফটোগ্রাফি নামক দোকানের পাশ থেকে র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিউদ্দিন শিবলু বাঁচা (৪৫) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফরিদ আহম্মদের পুত্র।র‌্যাব ও থানা পুলিশ সূত্র জানায়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেয়াবাদ রেলস্টেশনের পশ্চিমে চসিক ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দীপ কলোনিতে শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি সিএনজি এবং তিনটি মোটরসাইকেলযোগে এসে ছাত্রদলকর্মী আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরিফের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুন তিনি মারা যান।এ ঘটনায় নিহত আরিফের মা বাদী হয়ে গত ১২ জুন হাটহাজারী মডেল থানায় শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।এর মধ্যে গত রোববার (২৮ জুলাই) বিকালে ওই মামলার দ্বিতীয় আসামি মো. সুমনকে (৪২) সন্দ্বীপ কলোনি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। তিনি সন্দ্বীপপাড়া এলাকার মুজিবুল হকের পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ অন্তত ৩১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে গ্রেফতার আসামী শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদলকর্মী হত্যা, ভাইজান বাহিনীর প্রধান গ্রেফতার

আপডেট সময় : ০৫:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন।এর আগে গত বুধবার (৩০ জুলাই) বিকালে তাকে মহানগরীর পাঁচলাইশ থানাধীন সেঞ্চুরি ওয়েডিং ফটোগ্রাফি নামক দোকানের পাশ থেকে র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিউদ্দিন শিবলু বাঁচা (৪৫) হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফরিদ আহম্মদের পুত্র।র‌্যাব ও থানা পুলিশ সূত্র জানায়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেয়াবাদ রেলস্টেশনের পশ্চিমে চসিক ১নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্দীপ কলোনিতে শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি সিএনজি এবং তিনটি মোটরসাইকেলযোগে এসে ছাত্রদলকর্মী আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরিফের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুন তিনি মারা যান।এ ঘটনায় নিহত আরিফের মা বাদী হয়ে গত ১২ জুন হাটহাজারী মডেল থানায় শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।এর মধ্যে গত রোববার (২৮ জুলাই) বিকালে ওই মামলার দ্বিতীয় আসামি মো. সুমনকে (৪২) সন্দ্বীপ কলোনি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। তিনি সন্দ্বীপপাড়া এলাকার মুজিবুল হকের পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ অন্তত ৩১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে গ্রেফতার আসামী শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন থানার ওসি।