বাংলাদেশ ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন ভিসার আবেদনেই দিতে হবে ১৮ লাখ টাকা, যেসব দেশের জন্য কার্যকর হলো চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে সাংবাদিককে পিটিয়ে জখম “মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা,” প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছেন একজন স্থানীয় সাংবাদিক। যারা ৩১ অক্টোবরের মধ্যে ভোটার হবেন, তারা ভোট দিতে পারবেন: ইসি কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেল সম্ভাব্য সময় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট এমডি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন… শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুল বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ছাত্রদলকর্মী হত্যা, ভাইজান বাহিনীর প্রধান গ্রেফতার

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এক বিশেষ উপহার—Dubai Is Brand”

Jahidul
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫২১ বার পড়া হয়েছে

‘Dubai Is Brand’: প্রবাসী ভালোবাসায় গড়ে ওঠা এক গর্বের গল্প📍 দুবাই প্রতিনিধি | Mediacast24.comতারিখ: ২৩ জুন ২০২৫“প্রবাসীদের ভালোবাসা আর দেশের প্রতি ভালো লাগা থেকেই যাত্রা”— এমন এক চিন্তা থেকে শুরু হয়েছিল ‘Dubai Is Brand’-এর গল্প।মাত্র চারজন তরুণের হঠাৎ সিদ্ধান্তেই শুরু হয় এই ভিন্নধর্মী উদ্যোগ। উদ্দেশ্য ছিল একটাই — বিশ্ব মঞ্চে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরা।২০২৫ সালের ১০ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই যাত্রা। প্রথম টি-শার্ট লট তৈরির প্রক্রিয়া শুরু হয় ১৫ জুন থেকে। দলের প্রথম উদ্যোক্তা ছিলেন ফুয়াদ ভাই, যিনি এই আইডিয়া তুলে ধরেন। এরপর বিষয়টি জানানো হয় টিমের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সিয়াম ও ইয়াসিন-কে। পরিকল্পনা, ডিজাইন ও প্রস্তুতির পুরো কাজ সিয়াম সম্পন্ন করেন, এবং ইয়াসিন এই পুরো উদ্যোগে শক্ত সহযোগিতার ভূমিকা রাখেন।এরপর একটি টিম মিটিংয়ের মাধ্যমে রনি মাসুম এই প্রকল্পে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেন। আর বাংলাদেশের পক্ষ থেকে পুরোhearted সাপোর্ট দিয়ে যান দিদার ভাই। দেশ ও প্রবাস মিলিয়ে শুরু হয় এই স্বপ্নযাত্রা।📦 প্রথম লটে ছিল বিস্ময়!২৩ জুন ২০২৫, ‘Dubai Is Brand’ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া মাত্রই প্রবাসীদের অভূতপূর্ব সাড়া মেলে।মাত্র একদিনেই প্রথম লটের সব টি-শার্ট বিক্রি হয়ে যায়।পরদিন একটি ছোট Success Party আয়োজন করেন উদ্যোক্তারা, যেখানে কারো না জানিয়েও ভালোবাসায় উদ্বেলিত হয়ে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা চলে আসেন এবং রাতটা এক অনন্য স্মৃতিতে পরিণত হয়।📈 দ্বিতীয় লট শেষ ২ দিনেইদ্বিতীয় লট আনা হয় অল্প কিছুদিন পরেই এবং মাত্র দুই দিনের মধ্যে সেটিও শেষ হয়ে যায়। এরপরে যখন তৃতীয় লট আনার প্রক্রিয়া শুরু হয়, তখন কিছু কারিগরি সমস্যা ও সরবরাহ সংকটে একটু বিলম্ব হয়। কিন্তু এর মধ্যেও অর্ডার বন্ধ হয়নি।প্রবাসী ভাইয়েরা জানিয়ে দেন— “সময় লাগলেও আমরা অপেক্ষা করবো।”এতটা ভালোবাসা, এতটা ধৈর্য— উদ্যোক্তারা সত্যিই অভিভূত।😍 কাস্টমারের ভালোবাসার গল্পএকজন ক্রেতা রাত ১২টায় ফোন পেয়ে দুই ঘণ্টা অপেক্ষা করে ডেলিভারি গ্রহণ করেন। তিনি বলেছিলেন,”ভাই, আপনাদের জন্য অপেক্ষা করতে করতে দোকান বন্ধ হয়ে গেল, পানি খেতেও বাড়ি যেতে হয়েছে!”এমনকি তিনি নিজেই টাকা দিয়ে কোক খাওয়ানোর প্রস্তাব দেন উদ্যোক্তাদের।এই এক একটা মুহূর্তই ‘Dubai Is Brand’–এর সত্যিকারের পরিচয়—ভালোবাসা, দেশের প্রতি টান, এবং মানুষের জন্য কিছু করার আগ্রহ।—🔜 সামনে কী আসছে?‘Dubai Is Brand’ এর তরুণ উদ্যোক্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই আরও নতুন ও ইউনিক প্রোডাক্ট নিয়ে হাজির হবেন।তাদের একটাই লক্ষ্য — প্রবাসী বাংলাদেশিদের গর্বের অংশ হয়ে ওঠা এবং দেশের প্রতিনিধিত্ব করা বিশ্ব মঞ্চে।সবশেষে তারা বলেন —“আমরা রেমিট্যান্স যোদ্ধাদের পাশে আছি। আপনারা দোয়া করবেন। বাংলাদেশ আমাদের গর্ব, আমরা সেই গর্বকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

#DubaiIsBrand #RemittanceHero #MadeForBangladeshi #প্রবাসীদেরগর্ব #BangladeshiBrand #SupportLocal #TshirtForRemittanceWarriors #BangladeshiInDubai #দেশেরপ্রতিনিধিত্ব #TeamBangladesh #SupportYouth

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এক বিশেষ উপহার—Dubai Is Brand”

আপডেট সময় : ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

‘Dubai Is Brand’: প্রবাসী ভালোবাসায় গড়ে ওঠা এক গর্বের গল্প📍 দুবাই প্রতিনিধি | Mediacast24.comতারিখ: ২৩ জুন ২০২৫“প্রবাসীদের ভালোবাসা আর দেশের প্রতি ভালো লাগা থেকেই যাত্রা”— এমন এক চিন্তা থেকে শুরু হয়েছিল ‘Dubai Is Brand’-এর গল্প।মাত্র চারজন তরুণের হঠাৎ সিদ্ধান্তেই শুরু হয় এই ভিন্নধর্মী উদ্যোগ। উদ্দেশ্য ছিল একটাই — বিশ্ব মঞ্চে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরা।২০২৫ সালের ১০ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই যাত্রা। প্রথম টি-শার্ট লট তৈরির প্রক্রিয়া শুরু হয় ১৫ জুন থেকে। দলের প্রথম উদ্যোক্তা ছিলেন ফুয়াদ ভাই, যিনি এই আইডিয়া তুলে ধরেন। এরপর বিষয়টি জানানো হয় টিমের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সিয়াম ও ইয়াসিন-কে। পরিকল্পনা, ডিজাইন ও প্রস্তুতির পুরো কাজ সিয়াম সম্পন্ন করেন, এবং ইয়াসিন এই পুরো উদ্যোগে শক্ত সহযোগিতার ভূমিকা রাখেন।এরপর একটি টিম মিটিংয়ের মাধ্যমে রনি মাসুম এই প্রকল্পে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেন। আর বাংলাদেশের পক্ষ থেকে পুরোhearted সাপোর্ট দিয়ে যান দিদার ভাই। দেশ ও প্রবাস মিলিয়ে শুরু হয় এই স্বপ্নযাত্রা।📦 প্রথম লটে ছিল বিস্ময়!২৩ জুন ২০২৫, ‘Dubai Is Brand’ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া মাত্রই প্রবাসীদের অভূতপূর্ব সাড়া মেলে।মাত্র একদিনেই প্রথম লটের সব টি-শার্ট বিক্রি হয়ে যায়।পরদিন একটি ছোট Success Party আয়োজন করেন উদ্যোক্তারা, যেখানে কারো না জানিয়েও ভালোবাসায় উদ্বেলিত হয়ে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা চলে আসেন এবং রাতটা এক অনন্য স্মৃতিতে পরিণত হয়।📈 দ্বিতীয় লট শেষ ২ দিনেইদ্বিতীয় লট আনা হয় অল্প কিছুদিন পরেই এবং মাত্র দুই দিনের মধ্যে সেটিও শেষ হয়ে যায়। এরপরে যখন তৃতীয় লট আনার প্রক্রিয়া শুরু হয়, তখন কিছু কারিগরি সমস্যা ও সরবরাহ সংকটে একটু বিলম্ব হয়। কিন্তু এর মধ্যেও অর্ডার বন্ধ হয়নি।প্রবাসী ভাইয়েরা জানিয়ে দেন— “সময় লাগলেও আমরা অপেক্ষা করবো।”এতটা ভালোবাসা, এতটা ধৈর্য— উদ্যোক্তারা সত্যিই অভিভূত।😍 কাস্টমারের ভালোবাসার গল্পএকজন ক্রেতা রাত ১২টায় ফোন পেয়ে দুই ঘণ্টা অপেক্ষা করে ডেলিভারি গ্রহণ করেন। তিনি বলেছিলেন,”ভাই, আপনাদের জন্য অপেক্ষা করতে করতে দোকান বন্ধ হয়ে গেল, পানি খেতেও বাড়ি যেতে হয়েছে!”এমনকি তিনি নিজেই টাকা দিয়ে কোক খাওয়ানোর প্রস্তাব দেন উদ্যোক্তাদের।এই এক একটা মুহূর্তই ‘Dubai Is Brand’–এর সত্যিকারের পরিচয়—ভালোবাসা, দেশের প্রতি টান, এবং মানুষের জন্য কিছু করার আগ্রহ।—🔜 সামনে কী আসছে?‘Dubai Is Brand’ এর তরুণ উদ্যোক্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই আরও নতুন ও ইউনিক প্রোডাক্ট নিয়ে হাজির হবেন।তাদের একটাই লক্ষ্য — প্রবাসী বাংলাদেশিদের গর্বের অংশ হয়ে ওঠা এবং দেশের প্রতিনিধিত্ব করা বিশ্ব মঞ্চে।সবশেষে তারা বলেন —“আমরা রেমিট্যান্স যোদ্ধাদের পাশে আছি। আপনারা দোয়া করবেন। বাংলাদেশ আমাদের গর্ব, আমরা সেই গর্বকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

#DubaiIsBrand #RemittanceHero #MadeForBangladeshi #প্রবাসীদেরগর্ব #BangladeshiBrand #SupportLocal #TshirtForRemittanceWarriors #BangladeshiInDubai #দেশেরপ্রতিনিধিত্ব #TeamBangladesh #SupportYouth